ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নয় সদস্যের কমিটির মধ্যে সাতজনই নারী। বিভিন্ন পদ পাওয়া এসব নারীরা জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়ে যায়।
জানা যায়, গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কনিকা আক্তার ও সাধারণ সম্পাদক হয়েছেন দেওয়ান নুসরাত।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নারীদের প্রাধান্যতা পেয়েছে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন পুষ্পা আক্তার, সহ-সভাপতি পদে রয়েছেন আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার। যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূসরাত জাহান তনু ও নাজনীন আক্তার।
এ কমিটিতে পুরুষ সদস্য হিসেবে রয়েছেন দুজন। যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন। নারী নেতৃত্বের এই শক্তিশালী অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
কমিটিকে আগামী ৩০ দিনে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হওয়া কনিকা আক্তার বলেন, সারা দেশে নারীরা পিছিয়ে ছিলো। কিন্তু জুলাই-আগষ্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সব কিছু করতে পারে। ফ্যাসিষ্ট হাসিনাকে পতনের নেপথ্যে কিন্তু নারীদের ভূমিকা ছিলো সবার আগে। তা ছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃৃত্ব এগিয়ে আসুক।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, নাসিরনগরে ছাত্রদলের ফরম বিতরণ করার সময় মেয়েরাই এগিয়ে আসে। সেখানে ছেলেদের খুব একটা এগিয়ে আসতে দেখিনি। আমাদের দলের প্রধানও নারী তাই দলের নিদের্শনা অনুযায়ী নারীদের অগ্রাধিকার দেওয়া আমাদের দলের লক্ষ্য।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন বলেন, ‘নারীরা আর পিছিয়ে নেই। তারা পিছিয়ে থাকবে না। পুরুষদের পাশাপাশি নারীরাও বিএনপির সকল ক্ষেত্রে এগিয়ে যাবে এটাই আমাদের নেতা তারেক রহমানের নিদের্শনা।’
বিডি প্রতিদিন/জামশেদ