বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভেজাল বিরোধী অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার উপজেলার বাশাইল বাজারে এ অভিযান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও পুলিশ সহায়তা করেছে।
বিডি প্রতিদিন/এএম