পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদফতরের উদ্যোগে বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার এসব অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে গাজীপুরে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে মামলার মাধ্যমে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ফরিদপুর জেলায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে দুটি মামলার মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ৭২ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে কয়েকটি সুপারশপ ও দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
ঢাকার মিরপুর-১ এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ছয়টি যানবাহনের চালকের বিরুদ্ধে ছয়টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মানিকগঞ্জ ও ফরিদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আটটি মামলার মাধ্যমে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিডি প্রতিদিন/কেএ