নারায়ণগঞ্জে স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে এবং আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত মূলহোতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১১’র সদর দপ্তরের আদমজী কার্যালয়ে র্যাব-১১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মামলার এজাহার নামীয় এক নাম্বার আসামি নাজমুল ইসলামকে ফতুল্লা থেকে এবং অপর আসামি রনিকে সন্ধ্যায় গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে এএইচএম সাজ্জাদ হোসেন বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মোহাম্মদ মনিরুল ইসলামের বসতবাড়িতে একটি গণধর্ষণের ঘটনা ঘটে। এরপর ঘটনাটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভিকটিম আসামিদের বাড়িতে ভাড়া থেকে পড়াশুনার পাশাপাশি চাকরি করতো। ভিকটিম আসামির বাড়িতে থাকা অবস্থায় গ্রেফতাররকৃত মো. নাজমুল ইসলাম বিভিন্ন সময়ে তাকে কু-প্রস্তাব দিতো। গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ভিকটিমের স্বামী বাসায় দেখা করতে গেলে গ্রেফতারকৃত আসামি নাজমুল ও তার বন্ধু রনি এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে ভিকটিমের স্বামীকে ধরে টানাহেচড়া করে অজ্ঞাত স্থানে নিয়ে গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হত্যার হুমকিসহ মারধর করে। এসময় ভিকটিমের স্বামীর কাছ থেকে ২০ হাজার টাকা মূল্যের মোবাইল সেট এবং নগদ ১ হাজার টাকা নিয়ে যায় তারা। এসময় আসামিরা ভিকটিমের স্বামীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের মোবাইলে ফোনে ভিডিও ধারণ করে।
র্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনার দিন রাত আড়াইটায় গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা ভিকটিমের ভাড়াটিয়া বাসায় জোর পূর্বক প্রবেশ করে আসামির মোবাইলে থাকা ভিকটিমের স্বামীকে হত্যার চেষ্টার ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বর্ণিত ঘটনার বিষয়ে কাউকে কিছু প্রকাশ করলে আসামিরা তার স্বামীকে যখন যেখানে পাবে সেখানে হত্য করবে মর্মে হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে তার মুঠোফোন কেড়ে রেখে দেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ