মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বিভিন্ন স্তরের দক্ষতা বৃদ্ধির প্রতিযোগিতা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭টি ট্রেডের উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ১০টায় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে দুপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি ট্রেডে ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রত্যেক অংশ গ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার সানজিদা শাহনাজ, সদর থানার অফিসার ইনচাজ মো: সাইফুল আলম, হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচাজ এ বি সিদ্দিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ