সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান ও নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
পরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। নবগঠিত কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগ আনেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরস্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, তাদের মূল্যায়ন করা হয়নি। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছলিব নূর বাচ্চু, ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, নাজমুল হোসেন, এসএম রাবেদ ও জমির মিয়াসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/এমআই