রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ভয়বাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী এলাকায় এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে যৌথবাহিনী কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর সদস্যরা ছাড়াও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালীর একটি রিসোর্ট থেকে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের হোটেল মোটেল ও রিসোর্টে। বেড়ে যায় আগুনের ভয়াবহতা। এসময় সাজেকে অবস্থানরত পযটকরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা। কিন্তু তার আগে পুড়ে গেছে স্থানীয় হেডমেনের বাড়িসহ অবকাশ রিসোর্টে, ইকো ভ্যালী, মেঘছুট, মনটানা মারুতি ও আবাসিক হোটেল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি।
বিডি প্রতিদিন/নাজিম