নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচার নিশ্চিতের দাবিতে মুন্সিগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার বিকেলে সর্বস্তরের ছাত্র-জনতা ও সংগ্রামী নারী সমাজের ব্যানারে এ মানববন্ধন ও মিছিল করা হয়।
এদিন বিকেল পাঁচটার দিকে জেলা শহরের মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন ফারজানা আক্তার, পারভীন আক্তার, শাহনাজ বেগম, নিঝুম হাওলদার, আজিজুল হক, ফারদীন নাবিল, মো. নীরব প্রমুখ। মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের থানারপুল চত্বর প্রদক্ষিণ করে পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ ছাড়া বিকেলে একই দাবিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেছে। শ্রীনগর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে। পরে শ্রীনগর প্রেসক্লাবে এসে মিছিল শেষ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই