৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। আছে ল্যাবরেটরি, ক্লাসরুম, আবাসিক ব্যবস্থা সবই। শুধু নেই পর্যাপ্ত শিক্ষক-কর্মচারী। ছয় মাস ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। আধুনিক অবকাঠামো থাকলেও খুঁড়িয়ে চলছে মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে চার বছর মেয়াদি তিনটি কোর্স রয়েছে (ল্যাবরেটরি, রেডিওগ্রাফি ও ফার্মেসি)। নিয়মানুযায়ী এখানে কমপক্ষে ৪৭ জন শিক্ষক-কর্মচারী থাকার কথা। সরকারিভাবে একজনও স্থায়ী শিক্ষক বা কর্মচারী নেই। যারা দায়িত্ব পালন করছেন, সবাই অন্য প্রতিষ্ঠান থেকে প্রেষণে এসেছেন। পাঠদান থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম সবখানেই অব্যবস্থাপনা। বর্তমানে মাত্র ১০ জন অতিথি শিক্ষকের মাধ্যমে চালানো হচ্ছে তিনটি কোর্স। শিক্ষার্থী আছেন ৩৮০ জন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের মূল কর্মস্থল ফরিদপুরে হওয়ায় তিনি নিয়মিত মাদারীপুরে থাকতে পারেন না। শিক্ষার্থীদের অভিযোগ, এ কারণে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে চলছে ধীরগতি। শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের বিদ্যুৎ সংযোগ ছয় মাস ধরে বিচ্ছিন্ন। ওজোপাডিকো জানায়, ১২ লাখ ৪১ হাজার ৫৪ টাকা বিল বকেয়া থাকায় সংযোগ কেটে দেওয়া হয়েছে। এর আগেও একই কারণে একবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তৃষ্ণা বলেন, বিদ্যুৎ নেই, শিক্ষক নেই। আমরা খুব কষ্টে পড়াশোনা করছি। দ্রুত এ সমস্যার সমাধান দরকার। আরেক শিক্ষার্থী জানান, অধ্যক্ষ নিয়মিত থাকেন না। শিক্ষকও নেই। স্থায়ী লোকবল ছাড়া আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অফিস সহকারী বায়েজিদ বলেন, বিল বকেয়া থাকায় মার্চ থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। গেস্ট টিচার দিয়ে কোনোভাবে চলছে পাঠদান। আমি নিজেও এখানকার নিয়মিত স্টাফ না। আমার পোস্টিং ঢাকায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘আমরা মন্ত্রণালয়ে লোকবল চেয়ে চিঠি দিয়েছি। ৪৭ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। বাস্তবায়ন হলে সংকট কেটে যাবে।’ মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী মৌজায় ৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে আটতলা ভবন নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হয়। বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি পাস করার পর চার বছর মেয়াদি এ কোর্সগুলোতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। উদ্বোধনের পর ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে তিনটি কোর্সে এখানে ৩৮০ শিক্ষার্থী আছেন। এদের বেশির ভাগই মাদারীপুরের বাইরের।
শিরোনাম
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
লোকবল সংকটে ধুঁকছে আইএইচটি
মাদারীপুর - ৩৩ কোটি টাকার ভবনে ছয় মাস বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নেই স্থায়ী কোনো শিক্ষক-কর্মচারী
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর