কার্যক্রম নিষিদ্ধ বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ববি শহরের জলেশ্বরীতলার ইসহাক আলীর ছেলে।
জানা যায়, ২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০২১ সালের পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশার কাছে পরাজিত হন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে আবু ওবায়দুল হাসান ববির বিরুদ্ধে অন্তত একডজন মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।