গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল সকালে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহিদুল ইসলাম ওই ইউনিয়নের চক রহিমাপুর মণ্ডলপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জাহিদুলের মালিকানাধীন পরিত্যক্ত ভাতের হোটেলে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়। গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, জব্দ করা গাঁজার বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। জাহিদুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।