ছয় সন্তানকে নিয়ে কঠিন জীবনযাপন করছিলেন ফরিদপুরের বোয়ালমারীর গৌরিপুর গ্রামের হতদরিদ্র ভ্যানচালক সানোয়ার হোসেন। সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হতো, তা দিয়ে সংসার চালানোই কষ্টকর হয়ে উঠেছিল। ফলে মেয়েদের পড়ালেখা চালিয়ে নেওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এমন সময় বিষয়টি জানতে পারেন ফরিদপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি সানোয়ারের পরিবারের খোঁজখবর নেন এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
খন্দকার নাসিরুল ইসলামের উদ্যোগে সাড়া দিয়ে সানোয়ারের ছয় মেয়ের পড়ালেখার দায়িত্ব নেয় উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (১৪ অক্টোবর) ছাত্রদল নেতারা বোয়ালমারীর ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামে সানোয়ারের বাড়িতে যান। সেখানে তারা আর্থিক সহায়তা প্রদান করেন এবং মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে যতদিন লাগবে ততদিন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ছয় মেয়ের পড়ালেখার দায়িত্ব নেওয়ার খবর শুনে আনন্দে কেঁদে ফেলেন সানোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রাজিয়া পারভীন। তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও ছাত্রদল নেতাদের জন্য দোয়া করেন।
বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম বলেন, একটি হতদরিদ্র পরিবারের ছয় মেয়ের পড়াশোনা অব্যাহত রাখতে যা দরকার, সব ধরনের সহযোগিতা করা হবে। সমাজের সবারই উচিত এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।
তিনি এ উদ্যোগে সহযোগিতার জন্য ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, বায়েজিদ আলী রাব্বি ও মাহমুদুল হাসানসহ সবাইকে ধন্যবাদ জানান।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের অনুপ্রেরণা ও নির্দেশে আমরা সানোয়ার হোসেনের ছয় মেয়ের পড়ালেখার দায়িত্ব নিয়েছি। ভবিষ্যতেও এমন দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য পাশে থাকবে ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলী রাব্বি, ময়না ইউনিয়ন ছাত্রদলের নেতা মাহমুদুল হাসান প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সানোয়ার হোসেনের বড় মেয়ে সুমি পারভীন স্থানীয় রাখালগাছি দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। দ্বিতীয় মেয়ে রুমি পারভীন গৌরিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তৃতীয় মেয়ে লিমা পারভীন একই বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ে। চতুর্থ মেয়ে সিমা পারভীন গোয়াইলবাড়ী মৃধাবাড়ী মহিলা মাদ্রাসার হেফজখানায় অধ্যয়নরত। ছোট দুই মেয়ে ফাতেমা পারভীন ও খাদিজা পারভীন স্থানীয় মক্তবে পড়ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল