সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন- শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। এদের মধ্যে শহিদুল ডাকাত সরদার। গতকাল ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান এ তথ্য জানান। তিনি বলেন, ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকিটকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।