গোপালগঞ্জে ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা দেশে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন চান। এছাড়াও আরও কয়েকটি দাবিও কর্মসূচিতে উপস্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ