চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ছাত্রদল। বুধবার ভোট প্রদান করার পর সাংবাদিকদের এ শঙ্কার কথা জানান।
ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় অভিযোগ করে বলেন, ভোট দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে কালি মুছে যাচ্ছে। আমি নিজেও ভোট দিলাম, অথচ কালি মুছে গেছে। এতে করে একজনের একাধিকবার ভোট দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনকে বলেছিলাম যে, চাকসু নির্বাচন যেন অনন্য উদাহরণ সৃষ্টি করা যায়, কিন্তু নির্বাচন কমিশনার এক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
শিক্ষার্থীরা তাদের কাছে নানা অভিযোগ দিয়েছেন জানিয়ে এই ভিপি প্রার্থী বলেন, আইটি ভবনের ২১৪ নম্বর রুমে স্বাক্ষর ছাড়া ২০টি ব্যালট পেপার রয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানাব— এটার যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাচ্ছি, দ্রুত গতিতে ব্যবস্থা নিন, না হলে ইতিহাসের কাছে দায়ী হয়ে থাকবেন। নির্বাচন কমিশনার ডাকসু-জাকসু থেকে শিক্ষা নেয়নি। তারা এখানে আরও খারাপভাবে নির্বাচন করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচন বর্জন করার জন্য আসিনি। আমরা শিক্ষার্থীদের হয়ে কাজ করার জন্য এসেছি। আমরা মনে করি, চাকসুর মাধ্যমে বিজয়ী হতে পারলে শিক্ষার্থীদের পাশে আরও বেশি করে থাকা যাবে। জয়-পরাজয় যেটাই হোক আমরা শিক্ষার্থীদের হয়ে কাজ করে যাব।
ছাত্রদলের জিএস প্রার্থী শাফায়েত হোসেন বলেন, চেকিং করার সময় দায়িত্বপ্রাপ্তরা ছবি দেখে ব্যালট দিচ্ছে না। আমরা চেয়েছি, নির্বাচন কমিশন ইতিহাসের অংশ হবে। কিন্তু তা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।
এদিকে, বেশ কিছু অভিযোগে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।
বিডি প্রতিদিন/কেএ