স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এস জিলানী বলেছেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর দেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। সেই দেশ হবে সাম্য, মানবিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
জিলানী বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের আদর্শের দল। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক বীর মুক্তিযোদ্ধা, যিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি তাঁর আদর্শে বিশ্বাস করি, তাই বিএনপির রাজনীতি করি।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, সম্প্রদায়িক সম্প্রীতির জনপদ কোটালীপাড়া। আমাদের এই সম্প্রীতি রক্ষা করতে হবে। আমাকে একবার সুযোগ দিন, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। সমস্যার কথা বলার জন্য আপনাদের আমার কাছে যেতে হবে না—আমি নিজেই আপনাদের কাছে ছুটে আসব, সমস্যার সমাধানে কাজ করব।
উপজেলা বিএনপির সভাপতি এস এস মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ভাঙ্গারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি শ্যাম বাড়ৈসহ বিভিন্ন ধর্মীয় নেতা ও দলীয় নেতাকর্মীরা।