ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষে জগন্নাথ হলের অক্টোবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টায় সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধসে ৪০ জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথি নিহত হন। সেই মর্মান্তিক ঘটনার স্মরণে প্রতিবছর দিনটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস’ হিসেবে পালন করা হয়। সেদিন নিহতদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। এ ঘটনায় অনেকে আহত হন।
বিডি প্রতিদিন/জামশেদ