মেহেরপুরে ট্রাকচাপায় ফারহানা ওয়াহেদা (২৩) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর–ষোলমারী সড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা ওয়াহেদা শহরের পেয়াদাপাড়া এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। ফতেপুর ইটভাটার কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইটের স্তূপে পড়ে যায়। এ সময় পেছনে থাকা ফারহানা পড়ে যান ট্রাকের নিচে এবং ঘটনাস্থলেই মারা যান। আহত হন রাইহানুল ইসলাম।
মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ফারহানার মরদেহ ও আহত স্বামীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন জানানো হলে লিখিত অনুমতি পেলে মরদেহ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল