নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা প্রায় সাড়ে ৮৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার রাতে ফতুল্লার পাগলা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, জব্দ মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং আটকদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।