বগুড়ার শাজাহানপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওয়াদুদ হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাঝিড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াদুদ মাঝিড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শেরপুর উপজেলার সিমাবাড়ীর ওসমান গণির ছেলে।
ওসি শফিকুল ইসলাম শফিক জানান, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ওয়াদুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।