বিজয়াদশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে গতকাল। এ দিন সকালে দেবী দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ান সনাতনধর্মাবলম্বী বিবাহিত নারীরা। এ সময় তাঁরা মেতে ওঠেন সিঁদুর খেলায়।
গতকাল সকাল ১০টা ২৯ মিনিটে দেবী দুর্গাকে প্রতীকী রথে আরোহণ করিয়ে কৈলাসে স্বামীগৃহে প্রত্যাবর্তনের প্রথা সম্পন্ন হয়। বেলা ১১টায় দিনাজপুর শহরের বিভিন্ন পূজাম পে শুরু হয় বিজয়াদশমীর আনুষ্ঠানিকতা। দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক ও গণেশকে দেওয়া হবে বিসর্জন। দুর্গার বিদায়ে বিষাদের মাঝে আনন্দ ছিল কেবল সিঁদুর খেলায়।
সকালে পূজার্চনার পর থেকে বিবাহিত নারীরা শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করেন। এরপর শুরু হয় সিঁদুর খেলা।