রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সাত রোগী ভর্তি হয়েছেন। জুলাই মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ৩৮ জন। আগস্ট মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। জেলা সদর হাসপাতালে সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। হাসপাতাল সূত্র জানায়, জেলার বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাত ডেঙ্গু রোগী। এর মধ্যে জেলা সদর হাসপাতালে পাঁচ, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন। শহরের স্বাস্থ্যকর্মী ও স্থানীয়রা জানান, ডেঙ্গু বিস্তার রোধে সবচেয়ে বড় সমস্যা মশক নিধন কার্যক্রমে দুর্বলতা। পৌরসভার পর্যাপ্ত ফগার মেশিন ও মশক নিধন ওষুধ নেই। ফলে শহরের অলিগলি ও আবাসিক এলাকায় এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো অরক্ষিত থেকে যাচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতারও ঘটতি রয়েছে। নালা-নর্দমায় ময়লা আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক এলাকায় জমে থাকা পানি ডেঙ্গু বিস্তারে সহায়তা করছে। গতকাল রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, এ হাসপাতালে সাধারণ রোগীদের সঙ্গে একই কক্ষে ডেঙ্গুতে আক্রান্তদের রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি আসিফ ও ওমর আলী নামে দুই ডেঙ্গু রোগী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা দুই দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। আমাদের চিকিৎসা শুধুই নাপা। তারা আরও অভিযোগ করে বলেন, ময়লা আবর্জনায় হাসপাতালের ভিতরে দুর্গন্ধ। শৌচাগারের অবস্থা খুবই খারাপ। এখানে ভর্তি থাকলে সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হওয়ার শঙ্কা বেশি। হাসপাতালের অন্য রোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেঙ্গু রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে রেখে আমাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু আক্রান্তরা মশারি টানিয়ে থাকেন না। অনেক সময় বাইরে ঘোরাঘুরি করেন। এতে আমাদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। পৌর বাসিন্দাদের অভিযোগ, রাজবাড়ী শহর ময়লা আবর্জনার শহরে পরিণত হয়েছে। ড্রেনগুলো অপরিষ্কার, বেশির ভাগ জায়গায় পানি জমে থাকে। মশক নিধনের ওষুধ ব্যবহার করা হয় না। পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী বলেন, আমাদের কাভার্ড ভ্যানগুলো নষ্ট রয়েছে। এ কারণে পৌর অঞ্চলের ময়লা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। অনেক ফগার মেশিন নষ্ট। মাত্র দুটি মেশিন ভালো আছে। সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, গত মাসের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
শিরোনাম
- রাজবাড়ীর নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন রিজভী
- কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
- বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক আমার দেখা সেরা ক্রিকেট সুবিধার একটি : রিচার্ড পাইবাস
- যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না মোদি
- নির্বাচন না হলে পাঁচ সংকটে পড়বে দেশ
- ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে
- নাইজারকে উড়িয়ে বিশ্বকাপ নিশ্চিত করল মরক্কো
- কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ
- ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে, দাবি মার্কিন বাণিজ্যমন্ত্রীর
- মনে হচ্ছে ‘অন্ধকারতম’ চীনের কাছে ভারত-রাশিয়াকে হারিয়েছি : ট্রাম্প
- কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
- নুরাল পাগলার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে
- নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত : নবীউল্লাহ নবী
- প্রকৃত সংস্কারের আগে মানসিক সংস্কার দরকার : গয়েশ্বর
- বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে জনগণ : ডা. শাহাদাত
- খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপিকে ট্যাগ দিবেন না : রিজভী
- কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
- নবীনগরে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- কুমারখালীতে ৯ বছর পর সম্মেলন, সভাপতি আনছার সম্পাদক লুৎফর
বেড়েছে ডেঙ্গু আক্রান্ত
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর