বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১০৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে মুরইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দোকানের মালিক আশরাফ আলী মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জানা গেছে, আশরাফ আলী মৃধা উপজেলার মুরইল বাজারে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবসা করেন। ব্যবসার আড়ালে তিনি প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার মজুত ও অধিক মুনাফায় বিক্রি করে আসছেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় গুদামে অবৈধভাবে মজুত করা ৮০০ বস্তা এমওপি, ১৭০ বস্তা ডিএপি ও ১০০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুতের দায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা জানান, জব্দ করা সারের মধ্যে ২৪৫ বস্তা এমওপি সার ২ লাখ ৪১ হাজার ৩২৫ টাকা মূল্য ধরে নিলামে বিক্রি করা হয়।