বর্ষা মৌসুমে পাবনার চলনবিল এলাকায় নৌকা তৈরির ধুম পড়েছে। শ্যালো ইঞ্জিনচালিত নৌকা, ডিঙি নৌকা ও বাইচের নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে আগের মতো চাহিদা নেই, বলছেন তারা। চলনবিল অঞ্চলে একটি প্রবাদ প্রচলিত আছে, বছরে ১২ মাসের চার মাস নায়ে, আর আট মাস পায়ে। বর্ষাকালে এ অঞ্চলের মানুষ নৌকায় আর শুকনা মৌসুমে হেঁটে চলাচল করেন। তাই প্রতি বছর বর্ষায় নৌকা তৈরির ধুম পড়ে যায় এলাকায়। জানা গেছে, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও শাহজাদপুর, নাটোরের গুরুদাসপুর উপজেলার অনেক গ্রামের মানুষ বর্ষায় তিন থেকে পাঁচ মাস পানিবন্দি থাকে। নিচু এলাকায় এর চেয়েও দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে। ফলে এ সময়টায় নৌকাই হয়ে ওঠে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। চলনবিল অঞ্চলে শ্যালো ইঞ্জিনচালিত যাত্রীবাহী ও মালবাহী নৌকার চাহিদা সবচেয়ে বেশি। এ ছাড়া মাছ ধরার জন্য ছোট ডিঙি ও নৌকা বাইচের জন্য বিশেষ নৌকাও তৈরি হচ্ছে। বর্ষাকালে এসব নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন অনেক মাঝি। কারিগরদের আক্ষেপ, আধুনিকতার ছোঁয়ায় এবং নতুন প্রজন্মের আগ্রহ না থাকায় এ পেশায় এখন টিকে থাকার লড়াই করছে। চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নৌকা কারিগর ৭০ বছরের প্রাণ কৃষ্ণ জানান, ১৯৭০ সাল থেকে এ পেশায় আছি। তখন ধানের দাম ছিল ১৮ টাকা মণ, এখন ১ হাজার ৪০০ টাকা মণ। বর্তমানে মজুরিভিত্তিতে নৌকা তৈরির কাজ করলে হাতপ্রতি ২৫০-৩০০ টাকা পাওয়া যায়। তিনি আরও বলেন, নদীতে আগের মতো পানি না থাকায় এবং বিলে অপরিকল্পিত বাঁধ রাস্তা, ছোট ছোট ব্রিজ নির্মাণের কারণে এখন নৌকার চাহিদা আগের মতো নেই। কারিগর মো. আবদুল হামিদ বলেন, আমি ১৭ বছর ধরে নৌকা তৈরির সঙ্গে জড়িত। আগের মতো আর বড় নৌকার চাহিদা নেই। এখন ছোট নৌকা বেশি তৈরি হচ্ছে। এখন শুধু নৌকা তৈরি করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। স্থানীয় নৌকা ব্যবসায়ী মো. মঞ্জিল হোসেন জানান, ৩৬ হাত লম্বা একটি নৌকা বিক্রি হয় ৬০-৭০ হাজার টাকায়। আর ১২-১৩ হাত নৌকা বিক্রি হয় ৯-১০ হাজার টাকায়। আগে যে পরিমাণ নৌকা বিক্রি করতাম সে তুলনায় এখন অনেক কম।
শিরোনাম
- ‘অভিনন্দন লিজেন্ড’— শাহরুখকে এ আর রহমান
- কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
- ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
- ১২ দিন পর রবিবার খুলছে মাইলস্টোন কলেজ
- এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
- চাঁদপুরে ৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
- বাগমারায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
- আবারও পদ্মার ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ
- সন্তানের শেষ মুহূর্তের গল্পে কাঁদলেন ‘জুলাইয়ের মায়েরা’
- পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য
- পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে দুই মরদেহ উদ্ধার
- পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
- হেফজখানায় বসুন্ধরা শুভসংঘের কুরআন শরীফ বিতরণ
- এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
- বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকার জন্য ভ্যানচালককে খুন
- অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৫, রেললাইন অবরোধ করে বিক্ষোভ
- নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন
- রাঙামাটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা
চলনবিলাঞ্চলে ব্যস্ত নৌকার কারিগররা
এস এ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর