বগুড়ার সোনাতলা উপজেলায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল নামাযখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিখালী বিজয় কিশোর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সোহাগ প্রধান, আনিসুর রহমান আনিস, ফজলে রাব্বী, মেহেরুল ইসলাম প্রমুখ।