জয়পুরহাটের কালাইয়ে অটোরাইচ মিলের তুষের ভাপারে পড়ে আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল দুপুরে কালাই পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় তালুকদার অটোরাইচ মিলে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আতিকুর রহমান নাসিম জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি গ্রামের হজবর আলীর ছেলে। তিনি সদরের কড়ই নুরুল হুদা আলিয়া মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। ওসি জাহিদ হাসান জানান, নিহত নাসিম পড়ালেখার পাশাপাশি কালাই পৌরশহরের তালুকদার অটোরাইচ মিলে শ্রমিকের কাজ করতেন। চলতি আলিম পরীক্ষাও দিচ্ছিলেন।