গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি ড্রেজার মেশিনসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার বিকালে উপজেলার সতীতলা এলাকায় অভিযান চালিয়ে মেশিনসহ তাদের আটক করা হয়। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ওসি বাদশা আলম।
আটকরা হলেন উপজেলার সতীতলা এলাকার বাবলু মিয়া (৪২), মঞ্জুর আলম (৪১), হাপানিয়া এলাকার বুলু মিয়া (৫১), গজারী এলাকার হান্নান মিয়া (৪৯), উল্লাসোনাতলা এলাকার আলী হোসেন (৩৮) ও পবনতাইড় এলাকার বকুল মিয়া (৩৯)।
সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার বাঙালি নদীতে অভিযান চালায় সেনাবাহিনী। অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনসহ ছয়জনকে আটক করে তারা। রাতেই জব্দকৃত সরঞ্জামসহ জড়িতদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, আসামিদের গতকাল সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।