বাগেরহাটের রামপালে মেডিকেল ক্যাম্পে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলামের অর্থায়নে এ মেডিকেল ক্যাম্প করা হয়। ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থার সহায়তায় রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন।
এ ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করেন। ছানি রোগীদের ঢাকায় অপারেশন করে লেন্স সংযোজন করা হবে। চোখের অল্প সমস্যাজনিত রোগীদের প্রাথমিক চিকিৎসাসহ ফ্রি ওষুধ দেওয়া হয়। বয়স্কজনিত কারণে চোখে কম দেখা রোগীদের জন্য ফ্রি চশমা দেওয়া হয়েছে।