বরিশাল আদালতে সাজাপ্রাপ্ত মির্জা আবদুল বাকি নামে এক পলাতক আসামিকে পঞ্চগড়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে পঞ্চগড় জেলা জজ আদালতের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। মির্জা আবদুল বাকি রাজধানীর শ্যামলী আগারগাঁও এলাকায় বসবাস করতেন। তবে সে পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। বরিশাল আদালতে সাজা পরওয়ানা জারির পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। পঞ্চগড় সদর থানার ওসি আবদুল্লাহ হিল জামান জানান তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ মার্চ বরিশাল জেলার গ্রোঘবাড়ি এলাকার আবু জাফর মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ব্যাংক চেক ডিজঅনারের মামলা করেন। এ মামলা সূত্রে আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ৩৫ লাখ টাকা জরিমানা করে রায় প্রদান করেন। এরপর থেকে পলাতক মির্জা।
গত বছরের ৫ মে মির্জা আবদুল বাকির বিরুদ্ধে সাজাপ্রাপ্ত পরওয়ানা জারি হয়। গতকাল পঞ্চগড় আদালতে অন্য একটি মামলার কাজে আসেন তিনি। দুপুরে আদালত থেকে বের হওয়ার পর সদর থানা পুলিশের উপপরিদর্শক মানিক রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা মির্জা আবদুল বাকিকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়। মির্জা আবদুল বাকি জানান, ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ওই ব্যাংক অ্যাকাউন্ট আদালতে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।