সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল জুমার নামাজের পর উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সায়দার আলী চৌপাকিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান বলেন, স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সায়দার আলী। পথে একই গ্রামের বেলাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান পূর্বশত্রুতার জেরে তাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে সায়দার আলী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বেলাল হোসেনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এদিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাট খেত থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় এলাকার মাঠে পাট খেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গতকাল মাঠে কাজ করতে গিয়ে পাট খেতে ওই নারীর লাশ দেখতে পান কৃষকরা। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পুলিশ খুনিকে দ্রুত আইনের আওতায় আনতে মাঠে কাজ শুরু করেছে।