গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া-ঘোড়াঘাট রোডে বিরিঞ্চি গ্রামের যুবসমাজ ও মসজিদ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাব্বির আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন- মাহমুদ হাসান, শামসুল হক, মঞ্জুর রহমান আকাশ, মতিয়ার রহমান প্রমুখ।