নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে নেত্রকোনার মডেল থানার পুলিশ। গতকাল মধ্যরাতে নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সকল আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার (১১ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে। কমপক্ষে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
গ্রেফতারকৃত সোবায়েল নেত্রকোনা পৌরশহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের খবরে শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার পর সোবায়েলের কাটলীর বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে।
ওসি কাজী শাহনেওয়াজ আরও জানান, তার বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও হামলা ভাংচুরসহ মডেল থানায় মোট তিনটি মামলা রয়েছে। রবিবার একটি নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে সোবায়েল আহমেদ খান অন্যান্য নেতাকর্মীদের মতোই গা ঢাকা দিয়েছিলেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন অনেক আগেই গ্রেফতার হলেও সোবায়েল ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এদিকে জেলা আওয়ামী লীগের আলোচিত সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটনের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও তিনি কোথায় পালিয়ে রয়েছেন তার তথ্য নেই কারো কাছে। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে রয়েছেন বলে জনশ্রুতি রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ