চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ছয়টি সন্তান প্রসব করেছেন মরিয়ম বেগম (৩০) নামে এক গৃহবধূ। গতকাল দুপুরে কোনো অস্ত্রোপচার ছাড়াই তিনি একে একে ছয়টি সন্তান প্রসব করেন। নবজাতকদের মধ্যে এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন- তারা সবাই সুস্থ রয়েছে। ওই নারীর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। মরিয়ম বেগম কক্সবাজার জেলার নূর আহমেদের স্ত্রী। মরিয়ম বেগমের স্বামী বিদেশে থাকেন।
ওই হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ নাজনীন সুলতানা বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় মরিয়ম বেগম পাঁচ মেয়ে ও এক ছেলেসন্তান প্রসব করেছেন। প্রতিটি শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে।
মরিয়মের বাবা মঞ্জুরুল আলম জানান, দুপুরে মরিয়মকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর তিনি একে একে ছয় সন্তান প্রসব করেন।