পটুয়াখালীতে কনেপক্ষের লোকজনকে বর ও তার পরিবারের বিষয়ে তথ্য দেওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত নেওয়ার পর রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তিনি। নিহত বারেক ফকিরের বাড়ি (৬৫) সদর উপজেলায়। এ ঘটনায় রবিবার রাতে নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা করেছেন। ওসি ইমতিয়াজ আহমেদ জানান, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।