শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয়ী ও ঋণদান সমবায় সমিতির পরিচালক রহমাত উল্লাহকে গ্রেপ্তার এবং গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বিক্ষুব্ধ গ্রাহকরা উপজেলা পরিষদ কার্যালয় ও থানার সামনে এ কর্মসূচি পালন করে। ওসি বনি আমীন জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।