বৈশাখীর সকালের গানে অনন্যা আচার্য্য
‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সকাল ৮ টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন আব্দুল্লাহ। অনন্যা আচার্য্য বলেন গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
বৈশাখী টিভির ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’
বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে । গত ঈদ উল ফিতর এবং ঈদুল আযহায় প্রচারিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের অভাবনীয় সাফল্যের পরই নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক হাবুর স্কলারশিপ। নাটক দু’টি, দুই ঈদেই ইউটিউবে প্রথম হয় এবং দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।
দর্শকদের চাহিদার কথা চিন্তা করে তাদের প্রতি সম্মান জানিয়ে দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিড এন্টারপ্রাইজ’। আর এ নাটকের মাধ্যমেই জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। রাশেদ সীমান্ত ছাড়াও গত দুই সিজনে অভিনয় করেন, তানজিকা আমিন, অলিউল হক রুমি, শফিক খান দিলু, হায়দার আলী, সাইকা আহমেদসহ অনেকে। এবার ধারাবাহিকে নতুন করে যুক্ত হয়েছেন অহনা রহমান, মৌসুমী হামিদ, নীলা ইসলামসহ এক ঝাঁক তারকা। ইতিপূর্বে নাটক দুটি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হয়। নাটকের গল্পে দেখা যায় গ্রামের অত্যন্ত সহজ সরল একটি ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে যায় এবং সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়া যে পাঁচ বছর পড়ালেখা করে সেই সময় হাবুর যে কোন বিপদে আপদে পাশে এসে দাঁড়ায় তারই আরেক বাংলাদেশী সহপাঠী মারজান। এনএসডব্লিউ ইউনিভার্সিটি হাবুকে অফার করে সে যেন অস্ট্রেলিয়া থেকে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেন কিন্তু হাবু জানায় সে তার মেধা তার দেশের জন্যই কাজে লাগাতে চায়। সবকিছু উপেক্ষা করে হাবু দেশে ফিরে আসেন। আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। ঠিক এখান থেকেই শুরু- ‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক নাটকের গল্প। নানা ঘাত প্রতিঘাত আর প্রতিকূলতার মধ্য দিয়েই এগিয়ে চলে নাটকের কাহিনী।

ধারাবাহিক ‘সবুজ গ্রাম পাথরের শহর’
একঝাক তারকা নিয়ে বৈশাখী টিভির ধারাবাহিক ‘সবুজ গ্রাম পাথরের শহর’। প্রচার হচ্ছে সপ্তাহে তিন দিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে। বৈশাখী টিভি ইনহাউজ প্রোডাকশনের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন, দিলারা জামান,সালাউদ্দিন লাভলু,আশীষ খন্দকার,মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু),শরাব আহমেদ জীবন,শ্যামল মাওলা,মায়মুনা মম,শামিম আহমেদ মনা,শ্যামন্তি সৌমি, একে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, শবনম পারভীন,সূচনা শিকদার,রেশমা আহমেদ,নুর এ আলম নয়ন,জুনেদ আতিক,তানিয়া লিজা,দাউদ নূর,শহীদ চিশতী,আজরা জেবিন তুলি,অমিতাভ রাজীব,নিয়ামূল করিম,শিখা কর্মকার,জাফর মাহফুজ,তুহিন খান,মো. রফিকসহ আরো অনেকেই। সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান। প্রযোজনা: বৈশাখী টেলিভিশন,অনুষ্ঠান বিভাগ।
গল্পকার টিপু আলম মিলন বলেন, সবুজ গ্রাম পাথরের শহর নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতই সহজ সরল ছিলো, অন্যদিকে শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলিন হয়ে যাচ্ছে সহজ সরল মানুষগুলোর সহজ সরল জীবন-যাপনের সবকিছু। যে কারণে, গ্রামের সহজ সরল মানুষের আনন্দ-বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এ নাটকে তেমনি চিত্রায়িত হয়েছে ইট পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তব চিত্র। যাদের হৃদয় যেন আজ পাথরের মতোই শক্ত। গ্রামে-গঞ্জ-শহরে একই চিত্র। নানা ঘাত-প্রতিঘাত,অসংগতি আর বৈষম্য সমাজ তথা রাষ্ট্র উন্নয়নে দারুণ অন্তরায়। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ নাটকের কিছু মানুষ এগিয়ে আসে। কেউ সফল হয় কেউ হয় না। কিন্তু তাদের সংগ্রাম থেমে থাকে না, নিয়ত এগিয়ে চলে সামনের দিকে। বরাবরের মতো আমার এ গল্পের নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।
বৈশাখী টিভিতে আজ দু’টি সিনেমা
সকাল ১০.০০ টায় প্রচার হবে: ‘আনন্দ অশ্র“’। অভিনয়ে- সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ফরীদি প্রমুখ।
দুপুর ২.৩০ মিনিটে ‘আমি গুন্ডা আমি মাস্তান’। অভিনয়ে- আমিন খান, একা, ডিপজল, মেদেী, ময়ূরী প্রমুখ।
টেলিভিশন শিডিউল
ভোর
৬.০০: সকালের ধর্মীয় অনুষ্ঠান: ইসলাম ও সুন্দর জীবন। প্রযোজনা: আলমগীর রাসেল।
৬.৩০: সকালের ধর্মীয় অনুষ্ঠান: সুন্দর জীবন।
সকাল
৭.০০: সকালের ধর্মীয় অনুষ্ঠান: আল কোরানের বাণী। প্রযোজনা: আলমগীর রাসেল।
৭.৪৫: দেশের গান নিয়ে অনুষ্ঠান ‘জন্মভূমি’। প্রযোজনা: মামুন আব্দুল্লাহ।
৮.২০: বৈশাখীর সকালের গান: অংশ নেবেন কন্ঠশিল্পী অনন্যা আচার্য্য। প্রযোজনা: লিটু সোলায়মান।
৯.০০: স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান: ‘বৈশাখী হেলথ’। প্রযোজনা: নিকোলাস হীরা।
৯.১০: মিউজিক অ্যালবাম। প্রযোজনা: আলমগীর রাসেল।
৯.৩০: ধারাবাহিক নাটক-‘ভাল্লাগেনা’।
১০.০০: বাংলা সিনেমা: ‘আনন্দ অশ্র“’। অভিনয়ে- সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ফরীদি প্রমুখ।
দুপুর
১.০০: চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান: ‘শুধু সিনেমার গান’। প্রযোজনা: নিকোলাস হীরা।
১.৩০: ধারাবাহিক নাটক-‘শান্তিপুরীতে অশান্তি’।
২.৩০: বাংলা সিনেমা: ‘আমি গুন্ডা আমি মাস্তান’। অভিনয়ে- আমিন খান, একা, ডিপজল, মেদেী, ময়ূরী প্রমুখ।
সন্ধ্যা
৬.০০: ধারাবাহিক নাটক: ‘রসের হাঁড়ি’।
৬.৩০: ধারাবাহিক নাটক: ‘ব্রেকফেইল-৪’।
রাত
৮.০০: ধারাবাহিক নাটক: ‘উৎসব’।
৮.৪০: ধারাবাহিক নাটক- ‘হাবুর স্কলারশিপ’।
৯.২০: ধারাবাহিক নাটক: ‘সবুজ গ্রাম পাথরের শহর’।
১০.০০: একক নাটক: ‘জামাই ছিনতাই’। অভিনয় করেছেন- আরশ খান, সামান্তা পারভেজ, মাসুম বাসার প্রমুখ।
১২.০০: সমসাময়িক বিষয় নিয়ে লাইভ টকশো- জিরো আওয়ার।
বৈশাখীর সংবাদ
বৈশাখী সারাদেশ- সকাল ৮ টা।
বৈশাখী সংবাদ- দুপুর ২টা।
বৈশাখী সারাদেশ- বিকাল ৫ টা।
বৈশাখী সংবাদ ও খেলার সংবাদ সন্ধ্যা ৭ টা।
বৈশাখী সংবাদ এবং সংস্কৃতি ও বিনোদন সংবাদ-
বিডি প্রতিদিন/মুসা