ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামের থানার ওসিকে বদলি করা হল। তার পরেই পেহেলগামসহ জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি থানার ওসি বদল হল।
পেহেলগাম থানার ওসি ছিলেন রেয়াজ আহমেদ। তাকে অনন্তনাগ থানায় বদলি করা হয়েছে। আর পেহেলগাম থানার ওসি হয়েছেন পির গুলজার আহমেদ। অনন্তনাগ পুলিশ সুপারের নির্দেশিকা বলছে, আইশমুকাম, কোকেরনাগ, শ্রীগুফওয়ারা থানার ওসিও বদল করা হয়েছে।
২২ এপ্রিল পেহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। বেশির ভাগই পর্যটক। তার পরে ১২ দিন কেটে গেলেও হামলাকারীদের খোঁজ মেলেনি। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে। জানিয়েছে, তাদের মধ্যে এক জন স্থানীয় ‘গাইড’। বাকি দু’জন পাকিস্তান থেকে এসেছেন।
গত কয়েক দিন ধরে টানা চিরুনি তল্লাশির পরেও ওই তিন জনের কোনও খোঁজ এখনও মেলেনি। বেশ কয়েক জনকে আটক করে জেরা করা হচ্ছে। তবু আসল অপরাধীর নাগাল মেলেনি। প্রশ্ন উঠছে, হামলা চালানোর পরে কোথায় গেল অভিযুক্তরা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠছে। এই আবহে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি থানায় শীর্ষ কর্মকর্তা পদে রদবদল হল।
বিডি প্রতিদিন/নাজমুল