কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে এক যুবকের লাশ ভেসে এসেছে। রবিবার সন্ধ্যায় সোনাদিয়ার পশ্চিম পাড়া এলাকার সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। সোনাদিয়ার স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সন্ধ্যার দিকে জোয়ারের ঢেউয়ে সোনাদিয়ার পশ্চিম পাড়া এলাকার সৈকতে লাশটি ভেসে আসে। ওসি কায়সার হামিদ জানান, আনুমানিক ২৫-৩০ বছর বয়সি এ লাশ কোনো পর্যটকের লাশ বলে মনে হচ্ছে।