চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগের আগে বড় স্বস্তির খবর পেল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম সেরা তারকা উসমান দেম্বেলে। আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে এটি দলটির জন্য বড় প্রাপ্তি।
আগামী বুধবার (বাংলাদেশ সময় রাত ১টা) ঘরের মাঠে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগ খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা। প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল পিএসজি। ওই ম্যাচেই একমাত্র এবং জয়সূচক গোলটি করেছিলেন দেম্বেলে।
তবে ম্যাচের ৭০তম মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন এই উইঙ্গার। এরপর থেকেই ফিরতি লেগে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
অবশেষে সোমবার দেম্বেলের চোট নিয়ে পিএসজি শিবিরে আসে আশার আলো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দেম্বেলে ৪৫ ম্যাচে ৩৩ গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে তার থাকা পিএসজির আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার খোঁজে আছে পিএসজি। ২০২০ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার দ্বিতীয়বার ফাইনালে উঠতে মরিয়া ক্লাবটি।
বিডি প্রতিদিন/মুসা