নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুল্লাহ মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব। রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বিকালে তাকে ঢাকার ডেমরা থানার মাতুয়াইল আশ্রাফ আলী রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১’র সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জেরে আড়াইহাজার থানার সেন্দী এলাকায় শামীম ও হাবিবুল্লাহ দুই ভাই মিলে ভিকটিম স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন জাহানারা বেগম আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন।