বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারিকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে উপশহরের ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাকিব, শামীম আহম্মেদ, সুরাইয়া রূপা, মীর মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিফাতউল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বক্তারা প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান।