ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারীবিষয়ক সংস্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে পাবনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল হেফাজতে ইসলাম পাবনা জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন মুফতি নাজমুল হাসান, মাওলানা আবদুল গফুর, মাওলানা আমিনুর রহমান প্রমুখ। বক্তারা ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারীবিষয়ক সংস্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবি জানান।