চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রণোদনার রাসায়নিক সার দোকানে বিক্রির অভিযোগ উঠেছে উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আড়াই টন সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার সাইফুল ট্রেডার্স ও একটি বাড়ি থেকে এসব সার জব্দ করা হয়। সূত্র জানান, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনার অংশ হিসেবে সদর উপজেলার সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রম চলছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধানবীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। এদিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে কৃষককে দেওয়া সারের মধ্যে আড়াই টন বিক্রি করে দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দীন। ওই সার কিনে নেন মহাডাঙ্গার ব্যবসায়ী সাইফুল ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে মঙ্গলবার সন্ধ্যায় মহাডাঙ্গায় সাইফুল ট্রেডার্স ও অন্য একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন সার জব্দ করে কৃষি বিভাগ। অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দীন বলনে, ‘আমি উপজেলা কৃষি কর্মকর্তার ইন্ধনে সারগুলো বিক্রি করেছিলাম।’ কৃষি কর্মকর্তা সুনাইন বনি জামান জানান, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই কোনো কিছু বলা ঠিক হবে না।’
ইউএনও তাছমিনা খাতুন বলেন, ‘কৃষি প্রণোদনার সারের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এ নিয়ে তদন্ত চলছে।
তদন্তে যে-ই দোষী হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’