চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে দিনদুপুরে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। আজ রবিবার উপজেলার কদলপুর ঈশান ভট্টের হাটে এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. সেলিম (৪২)।
তিনি কদলপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমীর হোসেন প্রকাশের ছেলে। মো. সেলিম বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জানে আলমের সহযোগী ছিলেন।
নিহতের মামা মাস্টার মো. রফিক বলেন, সেলিম ইসলামিয়া নতুনপাড়া এলাকায় নতুন বাড়িতে পরিবার নিয়ে থাকত। পুরাতন বাড়ি শমশেরপাড়ায় একজন মুরব্বি মারা যাওয়ায় স্ত্রীকে নিয়ে জানাজা পড়তে মোটরসাইকেল নিয়ে এসেছিল। বেলা ১১টায় জানাজা শেষে স্ত্রীকে পেছনে বসিয়ে নিজের নতুন বাড়ি ইসলামিয়া নতুনপাড়ায় ফিরছিল। ঈশান ভট্টের হাট থেকে পরিবারের জন্য ওষুধ কিনে। একপর্যায়ে ওই বাজার থেকে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে বাড়ি ফেরার পথে দক্ষিণ দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় পাচঁজন কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সঙ্গে সঙ্গে সেলিম ও তার স্ত্রী লুটিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান বলেন, ওই ব্যক্তির শরীরে শর্টগানের দুটি গুলি লাগে। একটি গুলি তার মুখের একপাশে লাগে এবং মুখটি তেথলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন