মুন্সিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে গতকাল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের জন্য নবনির্মিত ওয়াশব্লক উদ্বোধন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাতেমা তুল জান্নাত। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হযরত আলী, হোসেন লিটন, ড. জাকির হোসেন, গিয়াসউদ্দিন অভি প্রমুখ।