ঢাকার কেরানীগঞ্জে একটি ডেন্টাল ক্লিনিকে অভিযান চালানো ও টাকা আদায়ের অভিযোগে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরকালিগঞ্জের অলিনগরে এ ঘটনা ঘটে। আটকরা হলেন মাহবুবুল হক শুভ ও মোতালেব হোসেন কিরণ। এসআই পীযূষ কুমার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।