ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জিব কেটে ফেলা সেই আবদুল হালিম মোল্লা (৬১) মারা গেছেন। ঘটনার দুই দিন পর গতকাল সকালের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নির্মম এ ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামে। হালিম মোল্লা পাড়াগ্রাম বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার মৃত আবু সাঈদ মোল্লার ছেলে।
পুলিশ ও পরিবারসূত্রে জানা গেছে, পাওনা টাকা আদায়ের কথা বলে ১২ এপ্রিল আলফাডাঙ্গার হেলেঞ্চা গ্রামের মিজানুর রহমান, শান্ত, লালটু, মজিবর ও আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন হালিম। ওসি হারুন অর রশিদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।