পটুয়াখালীর কলাপাড়ায় বড়শি দিয়ে মাছ ধরার উৎসবে মেতেছেন মৎস্য শিকারিরা। গতকাল এমন দৃশ্য দেখা যায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের পুকুরের চার পাশে। দুই দিনব্যাপী বড়শি দিয়ে মাছ ধরার আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। এতে দেশের বিভিন্ন অঞ্চলের মাছ শিকারিরা অংশ নেন। তাদের মাছ ধরা দেখতে ভিড় করেছে উৎসুক মানুষ। সরেজমিন. দেখা যায়, কেউ বড়শিতে বাজা মাছ তীরে উঠাচ্ছেন। আবার কেউ মাছ ধরার জন্য বড়শি ফেলছেন। কেউ আবার পুকুরের পাশে রাতে থাকার জন্য তাঁবু পেতেছেন অনেকে। মাছ ধরা দেখতে পুকুরের পাড়ে ভিড় করেছে উৎসুক মানুষ।
মাছ শিকারি হারুন জানান, তারা প্রতিটি সিটে ৮৭৫০ টাকা মূল্য দিয়ে মাছ শিকার করছেন। বেশ কয়েকটি মাছও তারা পেয়েছেন। কলেজ কর্তৃপক্ষের জানায়, পুকুরের মাছ বিক্রি করার জন্য তারা এরকম আয়োজন করেছেন।