আট সন্তানের জননী সুফিয়া বেগম (৯০)। তিন ছেলে ও পাঁচ মেয়ের সবাই বিয়ে করে ঘরসংসার করছেন। শেষ বয়সে সন্তানদের কাছে বৃদ্ধা মায়ের চাওয়া ছিল একটু আশ্রয় ও দুই মুঠো খাবার। এই মা এখন তাদের কাছে বোঝা। ছেলেরা তাকে ফেলে গেছেন রাস্তায়। স্বামীর রেখে যাওয়া ৪০ বিঘা সম্পত্তির মধ্যে মাত্র ৩ বিঘা জমি মেয়েদের নামে লিখে দেওয়াই কাল হলো তাঁর জন্য। সুফিয়া বেগম নওগাঁর বদলগাছী উপজেলার জগৎনগর গ্রামের মাহতাবের স্ত্রী। বয়সের ভারে ঠিকমতো কথা বলতে পারেন না। করতে পারেন না চলাফেরাও। ওই বৃদ্ধা রাস্তায় পড়ে আছেন- বৃহস্পতিবার সন্ধ্যায় এমন খবর পেয়ে জগৎনগর গ্রামে যান সংবাদকর্মীরা। দেখা যায়, সুফিয়া খোলা আকাশের নিচে বালিশের ওপর মাথা দিয়ে শুয়ে আছেন। রাতে গ্রামবাসী টাঙিয়ে দিয়েছেন মশারি। কেউ আবার কয়েল জ্বালিয়ে দিয়েছেন। পরিবারের লোকজন কেউ একনজর দেখতেও আসেননি। ছেলেদের সঙ্গে কথা বলার জন্য গেলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর দরজা বন্ধ করে দেন তারা। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের মধ্যস্থতায় মশিউর রহমান নামে এক ছেলে মাকে নিয়ে তার বাড়িতে জায়গা দেন। স্থানীয় মথুরাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন বলেন, ‘সুফিয়ার স্বামীর ৪০ বিঘা জমির প্রায় সবই ছেলেরা ভোগদখল করছেন। এ ছাড়া কিছু জমি ছেলেরা আগেই বাবার কাছ থেকে লিখে নেন। বিষয়টি জানতে পেরে সুফিয়া বেগম তার নামে থাকা ৩ বিঘা মেয়েদের লিখে দেন। এরপর ছেলেদের কাছে শত্রু হয়ে যান মা।’ তিনি আরও বলেন, ‘সুফিয়ার বড় ছেলে মোতাহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অন্য দুই ছেলে মশিউর ও আতোয়ার কৃষি কাজ করেন। মেয়েদের বিয়ে হয়ে গেছে। আট বছর আগে স্বামী মারা যান।’ বদলগাছী থানার এসআই নিহার চন্দ্র বলেন, ‘বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। বৃদ্ধার ছেলেদের সঙ্গে কথা বলেছি। এখন ছেলে মশিউর রহমানের কাছে আছেন সুফিয়া বেগম।’ মায়ের ভরণপোষণের দায়িত্ব না নিলে ছেলেমেয়েদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি। বদলগাছীর ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, ‘বৃদ্ধার সঙ্গে আবার এমন ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- ফ্যাসিষ্টের দোসর ও নব্য বিএনপি থেকে সাবধান : মজনু
- ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ
- হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
- গলাচিপায় শুভসংঘের উদ্যোগে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ বিষয়ক সচেতনামূলক সভা
- নিখোঁজ সেই গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ উদ্ধার
- বাউবিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
- গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
- ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের প্রতিবাদ
- জাজিরার সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি লালু
- জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিক নিহত, আটক ১
- বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক
- ট্রাম্পের শুল্ক আরোপ : ৪৮ ঘণ্টার মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে
- গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ
- পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতাহার আলী
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির প্রাণবন্ত মিলনমেলা
- ঈদের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- আওয়ামী রাজনীতি ও ভারতের দাদাগিরি চলবে না : জাগপা