বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ৪ দফা দাবি আদায়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিসিডিএস দিনাজপুর জেলা শাখার সদস্যরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নেওয়া, লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে ও সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন পিয়াল, নাজমুল হুদা, মো. আরাফাত আলম, মো. রেজওয়ানুল হক, মোয়াজ্জেম হোসেন, রতন আলী, সাইফুল ইসলাম ও হারুনুর রশিদ।
বিডি প্রতিদিন/এমআই